স্টাফ রিপোর্টার ॥ ঈশ্বরদীতে প্রতিদিনই করোনা আক্রান্ত রোগির সংখ্যা ও মৃত্যু আশংকাজনক হারে বেড়েই চলেছে।
বৃহস্পতিবার ঈশ্বরদী সদর হাসপাতালের মেডিক্যাল এসিষ্টেন্ট, নার্স, টেকনিশিয়ান সহ মোট ১২ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার ১০৮ জনের করোনা পরীক্ষা করে
৩৫ জন পজিটিভি হয়েছে।
গত এক সপ্তাহে ঈশ্বরদীতে রুপপুর পরমাণু প্রকল্পের কর্মী ও স্হানিয় মিলে অন্তত: ১৫’শ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত: ২৩ থেকে ২৬ জন। লকডাউন ও স্বাস্হ বিধি মানাতে বৃহস্পতিবার সকালেও থানা পুলিশ ঈশ্বরদী-লালপুর রোডে বিশেষ অভিযান পরিচালনা
করেন।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল
কায়েস, এসিল্যান্ড মমতাজ মহল আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে প্রতিদিনের ন্যায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন। তারাও মাস্ক ব্যবহার ও স্বাস্হবিধি সহ সরকারী নির্দেশনা মানাতে অভিয়ান অব্যাহত রাখেন। ঈশ্বরদীর বিভিন্ন
স্হানে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে বিভন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইন অমান্য ও মাস্ক ব্যবহার না করা স্বাস্হবিধি না মানা সহ নানা কারণে জরিমানা করা অব্যাহত রেখেছেন। একই
সাথে তারা অসহায় মানুষের মধ্যে মানবিক সাহায্য প্রদান অব্যাহত রেখেছেন। ঈশ্বরদী হাসপাতাল কর্তৃপক্ষের অব্যাহত চেষ্টা এবং জন প্রতিনিধিদের সাধ্যমত জন সচেতনতা বৃদ্ধিতে নানাভাবে কাজ করা অব্যাহত রেখেছেন। এর পরও সকল
প্রকার প্রশাসনের কঠোর নজরদারি উপেক্ষা করে কিছু মানুষের স্বাস্হবিধি না মেনে খামখেয়ালিপনা কাজ কিছুতেই বন্ধ করা যাচ্ছে না ।
করোনাকে অবহেলা করে প্রষাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে মাস্ক বিহিন ঘুরে বেড়ানো এবং অনেক পজিটিভ রোগিদের বিভিন্ন দোকান
পাট ও তথ্য গোপন করে মানুষের সাথে খোলামেলা চলাচল ও মেলামেশা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসব কারণেই ঈশ্বরদীতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
ঈশ্বরদী হাসপাতালের দায়িত্বশীল একটি সূত্রসহ ঈশ্বরদীর বিভিন্ন এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের দেওয়া তথ্যে এসব জানাগেছে।
Leave a Reply