স্টাফ রিপোর্টার।। ঢাকার নিবেদিতা শিশু হাসপাতালের পরিচালক ডা, এস এম আনোয়ারুল হক করোনায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার মৃত্যুবরন করেন।
ঢাকার আজগর আলী হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত ১২ ই ডিসেম্বর তাঁর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তারপর থেকে তিনি ঐ হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্হার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। এবং গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন নিবেদিতা শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা খাজা আহম্মেদ।
তিনি আরো জানান, “কোভিড-১৯ ধরা পড়ার পর পরই স্যারকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। আজকে তিনি মারা গেলেন। আমাদদের ধারণা, রোগী দেখার সময় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তিনি”।
বিএমএ এর হিসাব মতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৮৫ জন চিকিৎসক আর মারা গেছেন ১২২ জন চিকিৎসক।
Leave a Reply