নিজস্ব প্রতিনিধি।। পারিবারিক কলহের জের ধরে গাজীপুরের কালিয়াকৈরে গাছের সাথে বেঁধে স্ত্রীকে নির্যাতন করেছে তাঁর স্বামী।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার মৃত মধুমিয়ার ছেলে মাদকাসক্ত মোকতার (৩৭) সোমবার দুপুরে স্ত্রী লাভলী আক্তার (২৬) এর সাথে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী কে গাছের সাথে বেঁধে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় তাঁর আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং পুলিশে খবর দিলে মৌচাক ফাঁড়ির পুলিশ এসে স্ত্রী লাভলীকে উদ্ধার করে। এবং স্বামী মোকতার কে গ্রেফতার করা হয়।
উদ্ধারের পর স্ত্রী লাভলী আক্তারকে সফিপুর তানহা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় মাদকাসক্ত মোকতারের সাথে স্ত্রী লাভলী আক্তারের দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলে আসছিলো।
কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির এএসআই তোফায়েল হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply