স্বাধিনতার কন্ঠ।।বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায মিরপুর ১১-এর পল্লবীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সেখানে নিউ সোসাইটি মার্কেট ও মোহাম্মদীয়া মার্কেটের অবৈধ দোকান ভাঙতে চায় ডিএনসিসি। একটি মহল সেখানে ফুটপাত ও সড়ক দখল করে ব্যাবসা করে আসছিলো।
ডিএনসিসি উচ্ছেদে গেলে পুলিশের সাথে ব্যাবসায়িদের সয়ঘর্ষ বেধে যায়। সে সময় ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ইটপাটকেল ছুড়ছিল। আর পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও পরে রাবার বুলেট ছোড়ে তাদের দূরে সরানোর জন্য। বিপুল পরিমান পুলিশ সহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা শুরু করে উচ্ছেদ অভিযান। পরে অবৈধ দখলদাররা উচ্ছছেদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনার কারণে নাগরিকদের চলাচলে বিঘ্ন ঘটছে। তাই যত বাধাই আসুক এসব অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হবে।
Leave a Reply