স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। সোমবার দুপুরে ঈশ্বরদীর আইকে রোডের বড়ইচারা গ্রামের লতিফ এন্ড সন্স নামে একটি অটো রাইচ মিলে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে পাবনা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা। এই
মিলে উৎপাদিত চাল ভিন্ন মিলে ও ভিন্নস্থানে উৎপাদনকারী একটি সুনামধন্য প্রতিষ্ঠানের নামে প্যাকেজিং করে বাজারজাতকরণের অভিযোগে এ জরিমানা করা হয়েছে। ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামে এ অভিযান পরিচালনা করেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক
জহিুরুল ইসলাম। এসময় তিনি লতিফ এন্ড সন্সের স্বত্বাধিকারী সবুজ হোসেনকে ২০ টাকা জরিমানা করেন। একই সঙ্গে অন্য প্রতিষ্ঠানের নামে বাজারজাতকরণের জন্য প্রস্তুতকৃত চালের বস্তাগুলো থেকে চাল ঢেলে ফেলার নির্দেশ দেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব
পালন করেন ঈশ্বরদী নিরাপদ খাদ্য পরির্দশক সানোয়ার হোসেন ।
পাবনা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক জহুরুল ইসলাম বলেন, লতিফ এন্ড সন্স তাদের উৎপাদিত চাল নিজ প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত না করে প্রতারণার আশ্রয় নিয়ে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চাল, দিনাজপুরের চাল ও নুরজাহান চাল নামে প্যাকেটজাত করে বিক্রি করছেন। অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
ও সতর্ক করা হয়েছে বলে সাংবাদিকদের জানান।
Leave a Reply