অনলাইন ডেক্স।। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান হলেন সহযোগী অধ্যাপক ডা, কানিজ ফাতেমা।
এ ব্যাপারে গতকাল ৯ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ২০১২ এর ২৭ (২) ধারা অনুযায়ী শিশু নিউরোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক গোপেন কুমার কুন্ডুকে স্মারক নং -বি এস এম এম ইউ/২০২০/৪৯৪৬, তারিখ ০৯/০৫/২০২০ মোতাবেক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। ০৮/০৫/২০২৩ তারিখে তার নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় এই বিভাগের সহযোগী অধ্যাপক ডা, কানিজ ফাতেমা কে শিশু নিউরোলজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ ০৯/০৫/২০২৩ তারিখ থেকে কার্যকর হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবথ থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
সহযোগী অধ্যাপক ডা, কানিজ ফাতেমার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদীতে (বর্তমানে ধানমন্ডিতে) তাঁর স্বামী বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ, কৃষি বিশ্লেষক ও এক্সক্লুসিভ গ্রুপের চেয়ারম্যান মেজর (অবঃ) ইমরুল আলম। তাদের দুই সন্তান রয়েছে রাজপুত ও রূপকথা। দুই সন্তানই ঢাকার বিখ্যাত সানিডেল ইংলিশ মিডিয়াম স্কুলে অধ্যায়নরত।
Leave a Reply