স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ বুধবার সকালে ঈশ্বরদীর ভাষা শহীদ বিদ্যা নিকেতনের ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।
পাবনা জেলা আওয়ামীলীগের জননন্দিত নেতা, বীর মুক্তিযোদ্ধা ও পাবনা-৪ আসনের এমপি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও বক্তব্যের মাধ্যমে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় আওয়ামীলীগ কেন্দ্রিয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য জালাল উদ্দীন তুহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ইউপি চেয়ারম্যান বাবলু মালিথা, আওয়ামীলীগ নেতা তৌফিকুজ্জামান রতন, প্রধান শিক্ষক মুক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, সাবেক প্রধান শিক্ষক এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা জামাত আলী, চেনু সরদার, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না ও সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণসহ অন্যান্য শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, কথার সাথে কাজের মিল থাকতে হবে। আমি বলব এক রকম আর করব অন্য রকম, সেটা আমার পক্ষে সম্ভব না। তিনি বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। একই সাথে তিনি একটি রাস্তা নির্মানের জন্য দেড় লাখ টাকা বরাদ্দ্দ দেওয়ারও আশ্বাস দেন।
Leave a Reply