স্টাফ রিপোর্টার ।। ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়ন ভুমি অফিসে টাকা ছাড়া জমি খারিজ সংক্রান্ত কাজসহ জমিসংক্রান্ত কোন কাজ না করা এবং বিভিন্ন প্রকার দালালের মাধ্যমে খারিজ সংক্রান্ত কাজসহ অন্যান্য কাজ করানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ কারীরা জানান,পাকশী ভুমি অফিসসহ একাধিক ভুমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা এক শ্রেণীর দালাল নিয়োগ দিয়েছেন। ঐসব দালালদের মাধ্যমে খারিজ প্রতি নির্দিষ্ট হারে টাকা নিয়ে কাজ করা হচ্ছে। জমি খারিজের কাজ ছাড়াও অন্যান্য কাজেও নির্দিষ্ট হারে টাকা নেওয়া হচ্ছে। বিভিন্ন গ্রামাঞ্চলের নিরীহ ভুক্তভোগী জমির মালিকরা খারিজসহ জমি সংক্রান্ত যে কোন কাজ নিয়ে গেলে নানা তালবাহানা দেখিয়ে ঘোড়ানো হচ্ছে। সহকারী কমিশনার(ভুমি ) ঈশ্বরদীর অফিস থেকে ৩১ তারিখে খারিজের নথি প্রস্তাবের জন্য পাঠানো হলেও চাহিদার নির্দিষ্ট পরিমাণ টাকা না দেওয়ায় ভুক্তভোগীদের আজ না কাল বা কয়দিন পর আসেন বলে নাজেহাল করা হচ্ছে। ইউনিয়ন ভুমি অফিসের এসব অনিয়ম ও দূর্ণীতি প্রতিরোধে ভুক্তভোগীরা সহকারী কমিশনার(ভুমি) ঈশ্বরদী ও পাবনা জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply