এই ব্যাপারটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার অধ্যাপক সেলিম হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড,মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ।
রেজিষ্টার অধ্যাপক সেলিম হোসেন আরোও বলেন, ‘আজকের সভায় বুয়েট কুয়েট ও চুয়েটকে সাথে করে সমন্বিত ভর্তি পরীক্ষায় যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিক্ষার্থীদের ভোগান্তি কমাতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সমান অংশীদারিত্বের ভিত্তিতে। ভর্তি পরীক্ষার জন্য একটি কেন্দ্রীয় কমিটি থাকবে এবং প্রতি বছর ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব এক একটি বিশ্ববিদ্যালয়ের উপর থাকবে। বাকি তিনটি বিশ্ববিদ্যালয়কে এ প্রস্তাব জানাবো। আমাদের এই প্রস্তাবে যে সকল বিশ্ববিদ্যালয় একমত হবে তাদের নিয়ে আমরা ভর্তি পরীক্ষার আয়োজন করবো’।
উল্লেখ থাকে যে, ইতিপূর্বে রুয়েট সমন্বিত ভর্তি পরিক্ষার প্রস্তাব দিলে বুয়েট তাদের অধীনে পরিক্ষা হবে বলে জানায় রুয়েট তখন এই প্রস্তাব থেকে সরে আসে।
Leave a Reply