স্টাফ রিপোর্টার।। শনিবার সকালে বাংলাদেশ রেলের মহাপরিচালক ধিরেন্দ্রনাথ মজুমদারের ঈশ্বরদীতে আগমনের খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির নেতারা অর্ধ ঘন্টা কাল ব্যাপি স্টেশনে বিক্ষোভ ও সমাবেশ করেছে। মোস্থাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,শ্রমিকলীগ নেতা আসলাম উদ্দীন,মোস্তাফিজুর রহমান,আব্দুল মাহমুদ,ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ। আইবাস প্লাস পদ্ধতি বাতিল পূর্বক লালমনির হাটে প্রেরিত পত্র বাতিলের দাবি জানিয়ে বক্তারা বলেন,এই পদ্ধতি বাতিল না করলে বৃহত্তর আন্দোলন করে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে।
মধুমতি ট্রেনে কুষ্টিয়া পরিদর্শনে যাওয়ার পথে বাংলাদেশ রেলের মহাপরিচালক ধিরেন্দ্রনাথ মজুমদারের উপস্থিতেতে নেতৃবৃন্দ বিভিন্ন শ্লোগান দেন। পরে ধিরেন্দ্রনাথ মজুমদার ট্রেনের গেটে এসে বক্তব্য দিয়ে বলেন, আইবাস প্লাস পদ্ধতিতে সৃষ্ট রানিং স্টাফদের মাইলেজ জটিলতা নিরসনের বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষভাবে দেখবেন। তিনি বলেন,আইবাস প্লাস সিষ্টেম চালু হবার পর থেকে রেলের পুরো বাজেট নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। সেই জটিলতা পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে। ইতিমধ্যে নব্বইভাগ সমাধান হয়েছে। আইবাস প্লাসের কাজ হলো এক্সিসটিং সিষ্টেমকে হুইচ করা। নেবৃন্দ মহাপরিচালককে স্মারক লিপি প্রদান করেন।
Leave a Reply