স্টাফ রিপোর্টার।। রবিবার বিকেলে পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রেলওয়ের বর্তমান সার্ভিসকে জনগনের কাছে বেশী আধুনিকায়ন ও আকর্ষনীয় করে তোলার লক্ষে পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডিএন, মজুমদার। পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহিদুল ইসলামের সভাপতিত্বে পাকশী বিভাগীয় প্রকৌশলী টু আব্দুর রহিম,বিভাগীয় পরিবহণ কর্মকর্তা সুমন আনোয়ার,বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন ও বিভাগীয় ভ’-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামানসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে বিশেষ দায়িত্ব পালন করায় মহাপরিচালক ডিএন, মজুমদারকে পাকশী ভিাগের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply