বিশ্বজুড়ে প্রথম দিনে সিনেমাটি ১১৬ কোটি টাকা আয় করেছে। রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে। আয়ের দিক থেকে প্রথমদিনই শাহরুখ খানের পাঠান সিনেমার রেকর্ড ভেঙেছে। বিশ্বজুড়ে প্রথম দিনে সিনেমাটি ১১৬ কোটি টাকা আয় করেছে।
বিদায়ী বছর ২০২৩ ছিল বলিউডের জন্য অন্যতম সফল একটি বছর। বছরটিতে শাহরুখ খানের তিনটি নতুন ছবি উপহার দিয়েছেন। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ ছবিই ছিল ব্লকবাস্টার হিট। শাহরুখ-দীপিকার পাঠান মুক্তি পাওয়ার পরই বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙেচুরে একাকার করে দেয়।
এরপর জওয়ান মুক্তির পর সেটি পাঠানকেও ছাপিয়ে যায়। ছবিটি ২০২৩ এর সবথেকে বেশি আয় করা তো বটেই সেরাদের তকমা পায়। তারপরই ছিল পাঠান ছবির জায়গা। কিন্তু সেটি কেড়ে নিল রণবীরের অ্যানিমেল। বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি ছবি এটি।
অন্যতম সফল একটি বছর পার করেছে বলিউড। শাহরুখ খানের তিনটি নতুন সিনেমার বদলোতে দক্ষিণ ভারতের সুপার হিট সিনেমার চাপ সামলে উঠেছে এই ইন্ডাস্ট্রিটি। ২০২৩ সালে বলিউডে শাহরুখের সিনেমা ছাড়াও আরও বেশ কিছু সিনেমা ছিল আলোচনায়।
এরমধ্যে রণবীর কাপুরের সিনেমা অ্যানিমেল অন্যতম। শত বিতর্কের পরও বক্স অফিস কাঁপিয়ে ব্যবসা করেছে সিনেমাটি। এমনকি শাহরুখ খানের ডানকি বা প্রভাসের সালার আসার পরেও কমেনি এর ব্যবসা।
অ্যাটলি পরিচালিত শাহরুখের জওয়ান ছবিটি ২০২৩ সালের সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবি, যা বক্স অফিসে ৬৪০ কোটি আয় করেছিল। এরপরই ছিল পাঠান, যা ৫৪৩ দশমিক ০৯ কোটি আয় করেছিল। এবার সেটিকে ছাপিয়ে ৩০তম দিনে এক দশমিক ৩৫ কোটি আয় করে রণবীর কাপুরের অ্যানিমেল ৫৪৩ দশমিক ২২ কোটি আয় করে ফেলে।
অ্যানিম্যাল ছবিটি ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, ববি দেওল, অনিল কাপুর, তৃপ্তি দিমরিসহ অনেকেই।
২০২৩ সালে ভারতে অনেক ভালো ভালা ছবি মুক্তি পেয়েছে। আবার বেশ কিছু ছবিকে ঘিরে বিতর্কও দানা বেঁধেছে। কিছু ছবি সাড়া ফেলেছে দর্শকমনে। আর সেভাবেই আগামী বছরে কিছু ছবি মুক্তির অপেক্ষারও পারদ চড়ছে দেশবাসীর মনে। পুষ্পা হোক বা ইন্ডিয়ান পুলিশ ফোর্স, এই বছরই বেশ কিছু ছবির ঘোষণা হয়ে গিয়েছিল, সেই মত ২০২৪-এর শুরু থেকেই এই ছবিগুলোকে ঘিরে উত্তেজনা যে তুঙ্গে উঠবে সে কথা বলাই বাহুল্য। কোন কোন ছবি রয়েছে আসন্ন মুক্তির তালিকায়?আগামী বছরের মুক্তি পেতে পারে সঞ্জয় লীলা বনশলীর পরের ছবি ‘হীরামাণ্ডি’ পুষ্পা ২, ফাইটার,সিংহাম এগেইন ও মেরি ক্রিসমাস।
Leave a Reply