প্রযুক্তি ডেক্স।। বাচ্চাদের গৃহশিক্ষক দরকার নেই, লাগবেনা স্কুলে যাওয়া। ঘরে বসেই নার্সারী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ছড়া কিম্বা গল্প পড়াবে কৃত্তিম বুদ্ধী সম্পন্ন রোবট এডুবট।
এই রোবটের উদ্ভাবকদের দাবি, রোবটটিতে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব বইয়ের ডাটা। জিজ্ঞেস করলেই, রোবটটি বাংলা অথবা ইংরেজিতে ছড়া অথবা গল্প বলতে পারে। অংক কষবে নাচও করবে। এই বছরেই বাজারজাত করা হবে রোবটটি।
রোবটটি আবিস্কার করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজির শিক্ষার্থী আহাসানুল আকিব।
আহসানুল আকিব জানান, রোবটটিতে কৃত্তিম বুদ্ধীমত্তার সাথে যোগ করা হয়েছে এপিআই প্রযুক্তির। যার দ্বারা ভয়েস কমেন্টস্ কে টেক্সট রুপে পৌছে দেয় এডুবটের কাছে।
এছাড়া এতে কিউআর দেয়া থাকায় কোন তথ্য জানা না থাকলে তা গুগলে সার্চ করে গুগল থেকে টেক্সট নিয়ে ভয়েসে তখনই বলে দেবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে রোবটিক্সে সক্ষমতা বাড়াতে সবোর্চ্চ গুরুত্ব আরোপ করা হবে।
Leave a Reply