দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজ নিজ পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে সরকারি দল আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টি। আওয়ামী লীগের ৪৮ জন এবং জাতীয় পার্টির ২ জনের মনোনয়ন জমা দেয় দুই দলের সংসদীয় নেতারা। এসময় সবার অংশগ্রহনে একটি কার্যকর সংসদের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেয়ার শেষদিন ছিলো রোববার। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। ইসির কাছে আনুষ্ঠানিকভাবে ৪৮ জনের মনোনয়নের তালিকা হস্তান্তর করে সরকারি দল।
পরে সেখানে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, কার্যকর জাতীয় সংসদ নিশ্চিতে কোন অন্তরায় নেই। সরকারের সমালোচনায় সংসদে বিরোধী দল আছে,স্বতন্ত্ররাও আছে।এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি বলেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের অতো মাথাব্যাথা নেই।
এদিকে, সংসদের বিরোধী দল জাতীয় পার্টির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে ২ জনের মনোনয়ন জমা দেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
Leave a Reply