স্টাফ রিপোর্টার॥ রবিবার রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঈশ্বরদী উপজেলার পাকশীর দিয়ার বাঘইলস্থ তরিকুল ইসলাম ভাদুর বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। আয়োজক ও স্চ্ছোসেবকলীগের নেতা তরিবকুল ইসলাম ভাদুর সভাপতিত্বে জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু মন্ডল, সাবেক মেয়র ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, পাকশী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক এনাম বিশ্বাস, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর ইসলাম হব্বুল, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক জহুরুল মালিথা, পাকশী রেলওয়ে শ্রমিকলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এস মাসুদ রানা, যুগ্ম-আহবায়ক সজিব মালিথা, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মেজবুল হোসেনসহ অন্যান্য নেতারা।
আলোচনায় অংশ নিয়ে নেতারা বঙ্গবন্ধুর বার্নাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্নার শান্তি ও দেশের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
Leave a Reply