চাঁদপুর প্রতিনিধি: দেশে এখন হতদরিদ্রের হার ৫.৬ শতাংশ হলেও কীভাবে তা শূন্যের কোঠায় নিয়ে আসা যায় সেই লক্ষ্যই কাজ করবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এদিন তিনি চাঁদপুর আসলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।
এসময় মন্ত্রী আরো বলেন, অতীতে মন্ত্রণালয়ের যে কাজগুলো হয়েছে তার ধারাবাহিকতা বজায় রেখে ও প্রয়োজনে আরো নতুন নতুন উদ্যোগ নিয়ে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। কল্যাণ রাষ্ট্র গড়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু ও তার কন্যার যে স্বপ্ন তা বাস্তবায়নে সাম্য, প্রান্তিক, অন্তর্বর্তী ও সকলের অংশগ্রহণমূলক সমাজ বাস্তবায়নে কাজ করবেন তিনি।
Leave a Reply