স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী সরকারী হাসপাতালে পাবনা-৪ আসনের এমপি কর্তৃক অক্সিজেন সিলিন্ডার সহায়তা প্রদান।
আজ রোববার (১৮ ই জুলাই) পাবনা-৪ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ঈশ্বরদী সরকারী হাসপাতালে সহায়তা প্রদান করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে এই করোনা মহামারীকালে তিনি বিভিন্ন ভাবে দুস্হ ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো বিভিন্ন সময় অনেক সাহায্য সহযোগীতা করেছেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হলেন করোনা আক্রান্ত রোগীদের সহায়তায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে।
তিনি এ সময় অক্সিজেন সিলিন্ডারগুলো উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা আসমা খানমের কাছে বুঝিয়ে দেন। এবং প্রয়োজনে আরো সহায়তা করার আস্বাস প্রদান করেন মাননীয় এমপি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, ঈশ্বরদী পৌর মেয়র ইসাহাক আলী মালিথা, উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা আসমা খানম, সাবেক ভিপি মুরাদ মালিথা, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আওয়ামীলীগ নেতা আশরাফুল আবেদীন, যুবনেতা দোলন বিশ্বাস, নয়ন ও সজীব সালিথা সহ আরো অনেকে।
Leave a Reply