বেশ কয়েক মাস মতবিরোধের পর ব্রেক্সিট বানিজ্য চুক্তিতে একমত হয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাজ্যের প্রধান মন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ড উরসুলা ভন ডার লিয়ন দুইজনের মধ্যে বৈঠকের পর গতকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্তে পৌঁছান বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম সিএনএন।
বৃটিশ প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার টুইটারে নিজের একটি উচ্ছ্বাসিত ছবি পোষ্ট করে লিখেছেন, ‘চুক্তি সম্পন্ন হয়েছে’।
তিনি আরো বলেন, ‘এটি পুরো ইউরোপের জন্য ভালো একটি চুক্তি। আমরা আমাদের আইন ও ভাগ্যের নিয়ন্ত্রন ফিরে পেয়েছি’।
এই বানিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পর ইইউ নেতা, ইউরোপীয় পার্লামেন্ট ও যুক্তরাজ্য সরকারের নিজ নিজ দায়িত্বে এই চুক্তি অনুমোদন করাতে হবে।
Leave a Reply