ডেস্ক প্রতিবেদক : গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাতের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ, ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
সোমবার দুদকের প্রধান কার্যালয়ে, কমিশন থেকে চার্জশিট অনুমোদন দেয়া হয়। দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করবেন।
গত ৩০মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে, ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। তবে, আজ চার্জশিটে নতুন একজন আসামি বেড়েছে। দুদক সচিব মো. মাহবুব হোসেন এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।
Leave a Reply