স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। আগামি রবিবার ৮ জানুয়ারি দুপুরে রাজবাড়িতে ডিইএন-ওয়ান, পাকশী টি-টয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করবেন পাকশীর ডিআরএম শাহ সুফি নূরমোহাম্মদ। উদ্বোধনী ম্যাচে রাজবাড়ী রয়েলস দলের মুখোমুখি হবে চুয়াডাঙ্গা রেইল ফাইটার্স দল। এসময় পাকশীর ডিইএন-ওয়ান নাজিব কাইসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। টুর্ণামেন্টে রাজবাড়ী রয়েলস , চুয়াডাঙ্গা রেইল ফাইটার্স ও যশোর ফালকনসসহ তিনটি দল অংশ নিবে। আগামি ১৫ জানুয়ারি রবিবার দুপুরে মোবারকগঞ্জ মাঠে চুয়াডাঙ্গা রেইল ফাইটর্সের মুখোমুখি হবে যশোর ফালকনস দল এবং ২২ জানুয়ারি রবিবার দুপুরে খুলনা মাঠে যশোর
ফালকনস দলের মুখোমুখি হবে রাজবাড়ি রয়েলস দল।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি দুপুরে
পাকশীর ঐতিহাসিক আমতলা ফুটবল মাঠে । ফাইনাল
ম্যাচে রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অতিথি
হিসেবে উপস্থিত থাকবেন বলে জানাগেছে।
Leave a Reply