গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আলমডাঙ্গায় পৃথক কয়েকটি স্থানে এ ঘটনা ঘটে। যারা গ্রেফতার হয়েছে তারা হলো-আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের আলতাফ হোসেন ও রবিউল ইসলাম।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগির কবির জানান, প্রথমে বৃহস্পতিবার রাতে জেলা জাসদ সভাপতি ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী এম সবেদ আলীর দুটি নির্বাচনী অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে নৌকার প্রার্থী হাসান কাদির গনুর নির্বাচনী চারটি অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে।
এই ঘটনায় নৌকার মেয়র প্রার্থীর ভাই আ স ম সালাউদ্দিন বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় শুক্রবার ভোরে জাসদের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
Leave a Reply