হিলি প্রতিনিধি : দেশের বাজারে আলুর সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রনে রাখতে আমদানির অনুমতি দেওয়ায় দেড়মাস বন্ধের পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।
আজ শনিবার বিকেল ৩টায় ভারত থেকে আলুবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে পুনরায় আলু আমদানি শুরু হয়েছে। ভারতীয় ৪টি ট্রাকে ১শ টন আলু আমদানি হয়েছে। এসব আলু ভারত থেকে প্রতিটন ১৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। দেশে আলুর শুল্ক পরিশোধ করতে হবে ৭টাকা এতে করে প্রতি কেজি আলু ২৭ থেকে ২৮টাকা পড়তা পড়ছে। এতে পড়তা না থাকায় আলু আমদানির তেমন একটা সম্ভাবনা নেই বলেন আমদানিকারকরা।
ক্রেতা বলছেন, আমদানির খবরে ইতোমধ্যে দেশের বাজারে আলুর দাম কমেছে। ফলে দেখা দিয়েছে লোকসানের সংঙ্কা।
হিলি স্থলবন্দরের সিআ্যন্ডএফ এজেন্ট আহমেদ কবির বাবু বলেন, আমদানির অনুমতি পাওয়ার পর গত বৃহস্পতিবার এলসি খোলা হয়েছিল। সেই এলসির বিপরীতে ভারতে আজ ১শ টন আলুর টেন্ডার সম্পুর্ন হয়েছে। এদিকে দেশে বাজারে আলুর দাম কমে গেছে ।তবে শুল্ক কিছুটা কমানো হলে আমদানি বাড়তে পারে।
গত বৃহস্পতিবার আলু আমদানির অনুমতি দেয় সরকার। এপর্যন্ত হিলি স্থলবন্দরের ৫০জন আমদানিকারক ৩২হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে।
Leave a Reply