বিনোদন প্রতিবেদক : সম্প্রতি কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক অঙ্কুশের পায়ে অস্ত্রোপচার হয়েছে। সঙ্গত কারণেই এই অবসর সময়টা তাকে বাড়িতেই বিশ্রামে থাকতে হচ্ছে। এই অবস্থাতেই ভক্তদের সঙ্গে অঙ্কুশ আড্ডা দিয়েছেন। সেই আড্ডা থেকেই সামনে এলো বড় তথ্য। সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা। গুঞ্জন চলছে – তাহলে কি গোপনেই ঐন্দ্রিলার সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন এই অভিনেতা ?
জানা যায়, দীর্ঘদিন ধরেই ঐন্দ্রিলা সেনের সঙ্গে প্রেম করছেন অঙ্কুশ। তাদের মজা বা আদুরে ভিডিও অনেক সময়ই নেটিজেনদের নজর কাড়ে। বহুদিন ধরেই তাদের বিয়ে নিয়েও জোর জল্পনা চলছে। তাই তারা কবে বিয়ে করবেন সেই প্রশ্ন হামেশাই শুনতে হয় তাদের।
সম্প্রতি শুটিং সেটে গুরুতর আহত হয়ে বাড়িবন্দি হন অঙ্কুশ। সেই সুযোগে তিনি ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর খেলায় মেতেছেন। এখানেই ওই দিন তার এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, তুমি জি বাংলার স্টেজে বলেছিলে যে ঐন্দ্রিলাকে ২০২৩ সালেই বিয়ে করবে। সেই প্রমিজটার কী হলো ?
এই প্রশ্নের উত্তরে এদিন অঙ্কুশ একটি ছোট ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে বলেন, এসব জিনিস যে সবসময় জানা যাবে তার কোনো মানে নেই। হতেই পারে যে হয়ে গিয়েছে। কেউ জানে না। এগুলো সব সময় ঢাক ঢোল পিটিয়ে করতে হবে সেটার কোনো মানে নেই।
জানা গেছে, অঙ্কুশের অমন রহস্যময় উত্তর শুনেই অনেকের মনেই প্রশ্ন জেগেছে তবে কি সত্যি সত্যিই বিয়ে হয়ে গিয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলার ? তারা কি তাহলে বিয়ের খবর লুকিয়ে সংসার ধর্ম পালন করছেন ?
Leave a Reply