স্টাফ রিপোর্টার।। আলী আয়মান নাসের আবু আলিয়া নামের পনেরো বছর বয়সী এক কিশোর ফের ইসরাইলী সেনার গুলিতে নিহত হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার ফিলিস্হিনের পশ্চিম তীরে অধিকৃত এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায় আহত অবস্হায় গুলিবিদ্ধ কিশোর কে রামাল্লার একটি হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু সেখানে সে মারা যায়।
ফিলিস্হিনি পররাষ্ট্র মন্ত্রনালয় এই হত্যা কান্ডকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী আখ্যা দিয়ে এই হত্যা কান্ডের বিচার দাবী করেন।
জানা গেছে, আলি আয়মান গুলিবিদ্ধ হলে পশ্চিম তীরের রামাল্লাহ শহরের একটি হাসাপাতালে নেওয়া হয়। তখন সে হাসপাতালে অপারেশনের আগেই মারা যায়। এই হত্যাকাণ্ডকে ‘যুদ্ধাপরাধের শামিল’ এবং এটিকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে গণ্য করে এই হত্যাকাণ্ডের শাস্তির দাবি জানায় ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয়।
Leave a Reply