টিএ পান্না, ঈশ্ববদী: আন্তর্জাতিক মানের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ঈশ্ববদীসহ নিকটস্থ জেলাবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সেবা বৃদ্ধি এবং দেশের উন্নয়নে ভ্যাট-ট্যাক্স আয়ের লক্ষে ঈশ্ববদীর আরআরপি সেন্টারে লটারী ড্র-অনুষ্ঠিত হয়েছে।
উত্তরাঞ্চলের সর্ববৃহৎ ও আন্তর্জাতিক মানের শপিং কমপ্লেক্স আরআরপি সেন্টারের উদ্বোধন উপলক্ষে রঙিন আলোয় সজ্জিত পরিবেশে লটারী ড্র-অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরআরপি গ্রুপের এমডি আলহাজ এম.মনসুর আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। একই গ্রুপের চেয়ারম্যান আলহাজ মনিরুল আলমের সভাপতিত্বে এসময় ঈশ্ববদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা,সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্ববদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না, আরাআরপি গ্রুপের পরিচালক রফিকুল আলম,সাবেক জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস ও সহকারী ভ’মি কর্মকর্তা আফসার আলীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দীর্ঘ সময় ধরে দু’জন শিশুর সহযোগিতায় নিরপেক্ষ লটারী অনুষ্ঠিত হয়। লটারীতে দশটি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার প্রাইভেট কার অর্জন করেন রাশিয়ান নাগরিক সার্গে এলিন ও দ্বিতীয় পুরস্কার মোটর সাইকেল অর্জন করেন বান্দরবন জেলার লামা উপজেলার প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম।
পরে আরআরপি গ্রুপের এমডি আলহাজ এম.মনসুর আলম ও চেয়ারম্যান আলহাজ মনিরুল আলমসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দিয়ে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করান।
Leave a Reply