স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঈশ্বরদীতে অস্ত্র, গুলি, মাদকসহ আবির হোসেন মামুন নামে এক মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার সকালে অধিদপ্তরটির পাবনা ‘খ’ সার্কেলের পরিদর্শক সানোয়ার হোসেনের নেতৃত্বে ঈশ্বরদীর গোপালপুর এলাকায় মামুনের নিজ বাড়িতে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উদ্ধার করা হয় ১টি একনালা বন্দুক, একটি ওয়ান শুটার গান, ১টি ম্যাগজিন, ৪১ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১৯০ পিস ইয়াবা এবং ৫ বোতল ফেন্সিডিল। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্যরে ব্যবসা করে আসছিল
বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেলের পরিদর্শক সানোয়ার হোসেন।
Leave a Reply