স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঈশ্বরদীতে মুখ থুবড়েপড়া
ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করার লক্ষ্যে স্থানীয় ক্রীড়াবিদদের সমর্থণে ঈশ্বরদী বাজারের খন্দকার মার্কেটের দ্বিতীয় তলায় সরদার স্পোর্টস নামে একটি আধুনিকমানের ক্রীড়া সামগ্রী
বিক্রয় শো-রুমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি তৌহিদ আক্তার পান্না প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সরদার স্পোর্টস এর স্বত্বাধিকারী আলমগীর হোসেনের সভাপতিত্বে পৌর আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী মন্ডল, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএআজাদ হান্নান,ক্রীড়াবিদ শিমুল আহসান, ব্যবসায়ী শুভসহ বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে শো-রুমের উদ্বোধন করেন।
Leave a Reply