স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দর্শক নন্দিত স্যাটেলাইট টিভি চ্যানেল আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
শনিবার বেলা ১২টায় উপজেলার দাশুড়িয়া গোলচত্বর এলাকায় আনন্দ টিভির ঈশ্বরদী প্রতিনিধি বায়েজিদ বোস্তামীর কার্যালয়ের ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ আক্তার পান্না, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বকুল সরদার, লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক, সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম।আনন্দ টিভির ঈশ্বরদী প্রতিনিধি বায়েজিদ বোস্তামীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক মহিদুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক আশরাফুল আবেদিন, এশিয়ান টিভির প্রতিনিধি পায়েল হোসেন রিন্টু, মাইটিভির ঈশ্বরদী প্রতিনিধি আলিফ হাসান, মহিদুুল ইসলাম আকুল, আফজাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফিরোজ আহমেদ, দবির উদ্দিন খানসহ শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবীদসহ নানা শ্রেণি পেশার মানুুষ উপস্থিত ছিলেন।আনন্দ টিভির ৬ষ্ঠ বর্র্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন তরুণ উদীয়মান সাংবাদিক গ্লোবাল টিভির ঈশ্বরদী প্রতিনিধি ইয়াছিন আলী শেখ।
Leave a Reply