স্টাফ রিপোর্টার।। বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিষের ডিআইজি মাহাফুজুল ইসলাম রন্জু ও সিআইডির এসপি সাইফুল ইসলামের রত্নগর্ভা মা মহিয়সী নারী বিষিষ্ঠ ঠিকাদার মরহুম মোজাহার আলীর স্ত্রী আমেনা খাতুনের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
এই মহিয়সী নারী জনকন্ঠের স্টাফ রিপোর্টার টি এ পান্নার পিতা মরহুম “মোহাম্মদ আলী স্মৃতি পদক” “রত্নগর্ভা মা পদক” পাবনা জেলার শ্রেষ্ট জয়িতা পদকে ভূসিত হন।
শুক্রবার (০৫ ই মার্চ) বাদ যোহর নতূন হাট তাঁর নিজেস্ব বাস ভবনে এবং চরসাহাপুরের কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসায় পৃথক পৃথক কোরান খতম, দোয়ার অনুষ্ঠান ও কূলখানী অনুষ্ঠিত হয়।
কুলখানী ও দোয়ার অনিষ্ঠানে আমেনা খাতুনের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক ডিআইজি মাহফুজুল ইসলাম রঞ্জু, চতুর্থ ছেলে অতিরিক্ত সচিব মনোয়ারুল ইসলাম সোহেল, ষষ্ঠ ছেলে ঢাকাস্থ সিআইডির এসপি সাইফুল ইসলাম ও ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ী নাহিদুল ইসলাম নবেল, ঈশ্বরদী অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। গত ২৯ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঈশ্বরদীর চরসাহাপুর নতুন হাট মোড়স্থ নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারনে আমেনা খাতুন মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বৎসর। দীর্ঘ জীবনে তিনি ৭ ছেলে এবং ১ মেয়েকে উচ্চ শিক্ষিত করেছেন। যারা বর্তমানে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply