স্টাফ রিপোর্টের।। বিগত ৪২ বছর পূর্বে ১৯৮১ সালে আজকের এই দিনে নিজ দেশে ফিরেছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে তাঁর দেশে ফেরার পর সেদিন লাখো মানুষ তাঁকে স্বাগত জানান। এর পর থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনগুলো। মর্মান্তিক সেই হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ থাকার কারণে বেঁচে যান। বিদেশে থাকার সময় ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত হন।তারপর তিনি দলের হাল ধরতে ১৯৮১ সালের ১৭ ই এপ্রিল দেশে ফিরে আসেন। এই দিনটিকে সারা দেশের ন্যায় ঈশ্বরদীতেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন কবা হয়।এ সকল অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলাহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিড্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি সহ আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply