স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী: ঈশ্বরদীতে চলতি বোরো মওসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঈশ্বরদী এলএসডি খাদ্যগুদামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ ফিতা কেটে ও বক্তব্য দিয়ে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
এলএসডি খাদ্য গুদামের এসএমও মাহফুজ আলম প্যানেলের সভাপতিত্বে এসময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস,উপজেলা খাদ্য কর্মকর্তা শাহিনুর আলম,মুলাডুলি সিএসডি কেন্দ্রিয় খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল হান্নান,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না,কৃষি অফিসার মাহমুদা বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চলতি বোরা মমওসুমে ঈশ্বরদীতে মোট ১৬৫৩৯ মেট্রিকটন চাল,২৮০ মেট্রিকটন ধান ও ৩৬৪ মেট্রিকটন গম সংগ্রহের টার্গেট নিয়ে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে ঈশ্বরদী এলএসডি খাদ্যগুদামে ৮২৬৯ মেট্রিকটন চাল,১৮২ মেট্রিক টন গম ও ১৪০ মেট্রিকটন ধান এবং মুলাডুলি সিএসডি কেন্দ্রিয় খাদ্য গুদামে ৮২৭০ মেট্রিকটন চাল,১৮২ মেট্রিক টন গম ও ১৪০ মেট্রিকটন ধান বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রথম দিনেই উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৪০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে বলে এলএসডি খাদ্য গুদামের এসএমও মাহফুজ আলম প্যানেল জানিয়েছেন।
Leave a Reply