স্টাফ রিপোর্টার ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে ডাকাত সন্দেহে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার ভোর রাতে ঈশ্বরদীর আড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো জনি আহমেদ, মাহাবুব, বাচ্চু ও রকি । আটকের সময় তাদের নিকট থেকে প্রাইভেটকার ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের সবার বাড়ি কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
Leave a Reply