স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। গতকাল সকালে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তার অফিস চত্বরে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী
বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে বক্তব্য দেন, কৃষি কর্মকর্তা মিতা সরকারসহ কৃষিক নেতৃবৃন্দ। পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষি প্রধান বাংলাদেশের কৃষক ও কৃষি বিভাগের উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। সাম্প্রতিক সময়ে কৃষক ও কৃষি বিভাগের ব্যাপক উন্নয়ন হয়েছে বলেই আজ দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। এর সবকিছুই সম্ভব হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিশ্রম ও চেষ্টার ফলে। উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা এবং সময় পেলেই কৃষি আবাদের প্রতি নজর দিতে হকে। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়।
Leave a Reply