স্টাফ রিপোর্ট,ঈশ্বরদী।। রবিবার সকালে ঈশ্বরদীতে
কৃষি প্রণোদনার আওতায় দরিদ্র ও প্রান্তিক কৃষকের
মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ
উপলক্ষে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর অফিস চত্বরে সার বীজ বিতরণী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সার বীজ বিতরণ করেন ও বক্তব্য দেন, পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার ও উপজেলা কৃষক লীগের যুগ্ন-সম্পাদক মুরাদ আলী মালিথা প্রমুখ। অনুষ্ঠান শেষে তিন হাজার একশ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। কৃষি গবেষণা ও উন্নয়ন সম্পর্কিত জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্য প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করতে হবে।গবেষণার চ্যালেঞ্জ চিহ্নিত করে তা সমাধানে একটি সামগ্রিক পদ্ধতি বের করতে হবে।”
Leave a Reply