স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। শনিবার বিকেলে ঈশ্বরদী শহীদ
আমিনপাড়ার নিজ বাড়ি থেকে মাদক দ্রব্য অধিদপ্তরের সদস্যরা মাদক ব্যবসায়ী মোঃ তারিক বিন আজিজকে ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত তারিক বিন আজিজ আমিন
পাড়ার মোঃ আজিজুল্লাহর ছেলে। অন্যদিকে ফতে
মোহাম্মপদপুর উত্তর পাড়ার মোঃ আবু তাহেরের ছেলে মোঃ জুয়েল রানাকে ফেনসিডিলের ৪০টি খালি বোতল ও এবং বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের আট টি মদের খাঁলি
বোতলসহ গ্রেফতার করেছে মাদক অধিদ্প্তর।
এদিকে ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করার খবরে এলাকাবাসীদের একটি সূত্র জানায় সেখানে নকল ফেন্সিডিল তৈরী করে বিক্রি করে আসছিল বলে খালি বোতল সংগ্রহ করা হত। গ্রেফতারকৃত মোঃ জুয়েল রানার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সানোয়ার হোসেন সাংবাদিকদের জানান। এসংবাদ লেখা
পর্যন্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) সারণির-১৪(খ) ও ৪১ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply