স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। গত এক সপ্তাহ থেকে ঈশ্বরদী বাজারের কোন কাগজের দোকানে চড়া দামেও নিউজ প্রিন্ট কাগজ পাওয়া যাচ্ছেনা। ফলে ব্যবসায়ীদের সাথে স্থানীয় সংবাদপত্রের মালিক ও প্রিন্টিং প্রেস মালিকরা পড়েছেন সংকটে। একই সাথে বিভিন্ন প্রকার স্থানীয় পাঠকরাও তাদের পছন্দের সংবাদপত্র পাঠ থেকে বঞ্চিত
হচ্ছেন। বিভিন্ন সংবাদপত্র মালিক, কাগজ ব্যবসায়ী ও প্রিন্টিং প্রেসের মালিক সূত্রে জানাগেছে, বিগত প্রায় এক বছরেরও অধিক সময় ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে কাগজের বাজারে টাল মাটাল অবস্থা চলে আসছিল। কাগজ সরবরাহ কম থাকার কারণে ৭’শ টাকা
রীমের কাগজ ১২’শ থেকে ১৪’শ টাকা মূল্যে বিক্রি হচ্ছিল। এর মধ্যে কাগজের দাম বাড়ার সাথে সাথে মানও কমে যায়। তারপরও বিভিন্ন সংবাদপত্র মালিক,কাগজ ব্যবসায়ী ও প্রিন্টিং প্রেসের মালিকরা লোকসান গুনেও তাদের প্রিন্টিং কাজে কাগজ ব্যবহার করছিল। কিন্তু গত
এক সপ্তাহ থেকেও ঈশ্বরদীর প্রত্যেকটি বাজারের কাগজ ব্যসায়ীরা ঢাকার বাজারে অর্ডার দিয়েও নিউজ প্রিন্ট কাগজ না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট ভুক্তভোগীরা ঈশ্বরদীর সংবাদপত্র ও প্রেস শিল্পকে বাঁচিয়ে রাখারার জন্য চাহিদামতে কাগজ সরবরাহ করার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply