স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী।। ঈশ্বরদীতে বিক্রয় নিষিদ্ধ
১২০ পিস ট্রাপেন্ডাডল ট্যাবলেটসহ এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।শনিবার রাতে মুলাডুলি ইউনিয়নের লক্ষিকোলা রাবার বাজারের আশা মেডিকেল হল নামক দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। মজিবর রহমান (৪৭) ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং ওই এলাকার মৃত মুকিম উদ্দিনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা ‘খ’ সার্কেলের পরিদর্শক সানোয়ার হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল এর সদস্যরা। এ সময় ওই দোকানে তল্লাাশি করে ১২০ পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মজিবর রহমান নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে
সংগ্রহ পূর্বক বিভিন্ন এলাকার মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করার বিষয়টি স্বীকার করেছে। ঈশ্বরদী থানা পুলিশ সূত্র জানায়, শনিবার রাতেই উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে ঈশ্বরদী থানায় সোর্পদ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মজিবরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণিক ক্রমিক নং ২৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত তাকে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
Leave a Reply