স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নৌকার প্রার্থী গালিবুর রহমানকে বিজয়ী করতে স্বপ্নদীপে রিসোর্টে গেঞ্জি বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে বিদেশেীদের আগমনের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার শীর্ষ দশটি রিসোর্টের মধ্যে অন্যতম স্বপ্নদীপে রিসোর্টের মালিক আলহাজ খাইরুল ইসলাম সলিমপুর ইউনিয়নের রিক্সা ও অটো চালকদের মধ্যে এসব গেঞ্জি বিতরণ করেন।
এসময় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না,পাবনা জেলা পলিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান রতন,সাংবাদিক আমিনুর রহমান রিংকু,সবুজ দেওয়ানসহ লন্ডন থেকে আগত কয়েকজন বিশিষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গেঞ্জি বিতরণ করায় এলাকার রিক্সা ও অটো চালকরা খুশি হন।
Leave a Reply