স্টাফ রিপোর্টার ঈশ্বরদ।। ঈশ্বরদী উপজেলা পরিষদে সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড
ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল কায়েস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মনজুর রহমান বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল খালেক, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানসহ অন্যরা।প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের
সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হয়েছে। পরে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে ৩৬৪ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ এবং মৃত ৭২ পরিবারের সদস্যদের নিকট শুধুমাত্র ডিজিটাল সনদপত্র বিতরণ করা হয়।
Leave a Reply