স্টাফ রিপোর্টার। মঙ্গলবার রাতে ব্র্যাকের সদস্য বাঘইল পশ্চিম পাড়ার হামিদা খানমের পরিবারের পক্ষ থেকে ব্র্যাকের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য দেন হামিদা খানম । সম্মেলনে অভিযোগ করে বলা হয়, ব্র্যাকের কর্মকর্তা জালাল হোসেন ও শাজাহান গত ১২ অক্টোবর বিকেলে স্বামীর অনুপস্থিতিতে হামিদা খানমের বাড়িতে যায়্। সেখানে গিয়ে তাকে কু-প্রস্তাব দিয়ে বলা হয় ছুটির দিনে ২/৩ ঘন্টা সময় দিলে ৫ লাখ টাকা ঋণ পাশ করা হবে। একই ভাবে হামিদা খানমের সঞ্চয়ের প্রায় ৫৭ হাজার টাকা উত্তোলনেও কর্মকর্তারা তালবাহানা করে অশ্লীল ভাষা ব্যবহার করেন।
হামিদা খানমের স্বামী আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি বাড়িতে এসে স্ত্রীর মুখে বিষয়টি জানতে পারি। পরে গত ২৫ অক্টোবর দুপুরে কু-প্রস্তাবের বিষয়টি জানার জন্য আমিসহ আমার পরিবারের সদস্যদের নিয়ে উক্ত অফিসে উপস্থিত হয়ে কু-প্রস্তাবের বিষয়টি উপস্থাপন করতেই তারা খারাপ আচরণ করে আমাদের অফিস থেকে বের করে দিয়ে পুলিশে ধরিয়ে দিবে বলে ভয় দেখায়।
হামিদা খানম ও তার স্বামী আশরাফুল ইসলাম বলেন, ব্র্যাক কর্মকর্তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানাতেও একটি অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে হামিদা খানম ও তার স্বামী আশরাফুল ইসলামের দেওয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে ব্র্যাকের নতুন হাট শাখার কর্মকর্তা জালাল হোসেন ও শাজাহান বলেন, আমরা হামিদা খানমের বাড়ি চিনিনা। এমনকি কখনও তাদের বাড়িতেও যাইনি। কাজেই কুপ্রস্তাব দেওয়ার প্রশ্নই আসেনা। সঞ্চয়ের টাকা উত্তোলনের ক্ষেত্রেও আমাদের কোন বাধা নেই।
Leave a Reply