স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পলিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য
দেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। উপজেলা নির্বাহী অফিসার পিএম, ইমরুল কায়েসের সভাপতিত্বে বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, সহকারী কমিশনার ভূমি টিএম, রাহসিন কবীর, উপজেলা কৃষি অফিসার মিতা সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বীর মুকিযোদ্ধা মিন্টু ইসলাম, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক নূরমোহাম্মদ খোকন ও ঈশ্বরদী উপজেলা
প্রেসক্লাবের সহ-সভাপতি কবি, কথাকার ও প্রভাষক নজরুল ইসলাম মুকুলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শুরুর আগে সকল শহীদ
বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে সকালে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ঈশ্বরদীর বদ্ধভুমিতে পুষ্পমাল্য অর্পন শেষে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে বক্তব্য দেন। এসময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইসাহাক আলী মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌসী কাকলি সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply