স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও রাজনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি সরূপ ঈশ্বরদীর প্রয়াত ২১ জাসদ নেতা ও বীর মুক্তিযোদ্ধাকে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে জাসদ ঈশ্বরদী শাখার পক্ষ থেকে ঈশ্বরদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানের শুরুতে প্রয়াত জাসদ নেতা ও মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমারেনর সভাপতিত্বে বক্তব্য রাখেন,মুক্তিযুদ্ধকালিন কোম্পানী কমান্ডার
এড.কাজী সদরুল হক সুধা,জাসদ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জাসদ নেতা রশিদুল আলম বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন,জাসদ নেতা জাহাঙ্গীর আলম। প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এই সম্মাননা ক্রেস্ট
গ্রহণ করেন। সম্মাননা ক্রেস্ট পেলেন,জাসদের সাবেক কেন্দ্রিয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্ছু, মুক্তিযুদ্ধের সংগঠক লুৎফর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান বাবু সহ প্রয়াত ২১ জাসদ নেতা ও বীর মুক্তিযোদ্ধা।
Leave a Reply