স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। পাকশী ইউনিয়নের বিভিন্ন
গ্রামে মাদকের রমরমা ব্যবসা বন্ধ হচ্ছেনা বলে অভিভাবক
মহলে ক্ষোভের সুষ্টি হয়েছে। একই সাথে এই ইউনিয়নের
বিভিন্ন গ্রামে বৈদ্যুতিক তার চুরিসহ নানা কারণে
আইনশৃংখলার অবনতি হয়েছে। গত এক সপ্তাহে শুধু পশ্চিম পাড়ার পাঁচ বাড়িতে অন্তত: ছয়শত গজ বিণিœ প্রকার বৈদ্যুতিক ক্যাবল চুরি হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী ও অভিভাবকদের দেওয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানাগেছে। সূত্রমতে, বৃটিশ আমল থেকে পাকশী পদ্মানদীর তীরবর্তী রেলওয়ে বিভাগীয় অফিসকে ঘিরে গড়ে ওটে পরিচ্ছন্ন পাকশী রেলওয়ে শহর । তখন থেকেই পাকশী ইউনিয়নের এই শহরটি পাকশী শহর হিসেবে ব্যাপক পরিচিত । কলের পরিবর্তণে অনেক কিছুই পরিবর্তণ হয়েছে এই পাকশী শহরের। ইপিজেড পরমাণু প্রকল্পের সুবাধে এই শহর অনেকটা ঘনবসতি শহরে পরিণত হয়েছে। এ কারনেই মূলত: নদীপথে ও সড়ক পথে এখানে বহিরাগতদের সাথে কতিপয় স্থানীয় যুবকরা সংঘবদ্ধ হয়ে বেপরোয়া ভাবে সিন্ডিকেট করে পাড়ায় পাড়ায় মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। নানা কারণে পাকশীর প্রশাসন এগুলোকে বন্ধ করতে পারছেনা। আবার ঘনবসতি,মাদকের আখড়াসহ বিভিন্ন কারণে সাম্প্রতিক সময়ে পাকশীর বিভিন্ন গ্রামে বিশেষ করে বাঘইল পশ্চিম পাড়ায় বৈদ্যুতিক ক্যাবল চুরিরসহ ছোটখাট চুরি বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে শুধু বাঘইল পশ্চিম পাড়ার
সোহাগের বাড়ির বৈদ্যুতিক লাইন থেকে ২’শগজ,
জারফান মন্ডলের ১’শ গজ,আমজাদ হোসেনের ১’শ গজ,
সুরুজ আলীর ৭০ গজ ও স্কুলের পাশের নতুন বারি লাইন
থেকে ১’শ২০ গজ বৈদ্যতিক ক্যাবল চুরি হয়েছে। এসব
চুরির বিষয়ে এলাকাবাসীদের অভিযোগ ঈশ্বরদী বাজারের
চোরাই পট্্িরতে যে সব ব্যবসায়ীরা ভাংড়ী ব্যবসা করে
তাদেরকে টাইট করলেই ঈশ্বরদীর বিভিন্ন এলাকার চুরি বন্ধ
করা সম্ভব।
Leave a Reply