তৌহিদ আক্তার পান্না,ঈশ্বরদী: পাকশী বিভাগীয় রেলওয়ে মাঠে সোমবার বিকেলে রেলওয়ে আঞ্চলিক ক্রীড়া পরিষদ রাজশাহীর ব্যবস্থাপনায় ও বিভাগীয় ক্রীড়া সংস্থা পাকশীর আয়োজনে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় আন্ত:বিভাগীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
অন্তর্জাতিক মানের টান টান উত্তেজনা পূর্ণ এই খেলায় পাকশী বিভাগীয় ক্রীড়া সংস্থা লালমনিরহাট ডিএসএকে ট্রাইব্রেকারে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।
খেলায় টান টান উত্তেজনা আর দর্শকদের আনন্দ উল্লাসের মধ্যে নির্ধারিত নব্বই মিনিট শেষ হলেও কোন পক্ষই গোল দিতে পারেনা। পরে পরিচালকদের সিদ্ধান্ত মতে ট্রাইব্রেকারে পাকশী বিভাগীয় ক্রীড়া সংস্থা ৩-০ গোলে বিজয়ী হয়। এর আগে খেলার শুরুতেই পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার ও অতিরিক্ত জিএম আহমেদ হোসেন মাসুম জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার উদ্বোধন করেন। এসময়
পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যস্থাপক শাহ্ সুফি নূর মোহাম্মদ সভাপতিত্বে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও পাকশী বিভাগীয় প্রকৌশলী দুই বীরবল মন্ডল, ডিএসটিই রাজিব বিল্লাহ,ডিইএন-এক নাজিব কাইসার,ডিইই রিফাত শাকিল,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না,ডিটিও আনোয়ার হোসেন,ডিএমই ক্যারেজ মোমতাজ উদ্দিন,এইএন শিপন মাহমুদ,আওয়ামীলীগ নেতা এম.রশিদ উল্লাহ,শ্রমিকলীগের কেন্দ্রিয় নেতা নজরুল ইসলাম,শ্রমিকলীগ নেতা ইকবাল হায়দারসহ রেলওয়ে পাকশী বিভাগীয় অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সবশেষে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি বন্যা ঘোষ ও পশ্চিম রেলে জিএম অসীম কুমার তালুকদার ও অতিরিক্ত জিএম আহমেদ হোসেন মাসুমসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
Leave a Reply