জলিলুর রহমান ।। ঈশ্বরদীর নতুন রূপপুর জামে মসজিদ ও চররূপপুর জিগাতলা উত্তরপাড়া জামে মসজিদের তালা ভেঙে দান বাক্স থেকে টাকা চুরি হয়েছে। মঙ্গলবার ও সোমবার দিনগত রাতে এই চুরি করা হয়। তবে চোর দান বাক্সের টাকা ছাড়া অন্য কোনো কিছুই চুরি করেনি।
নতুন রূপপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার দিনগত রাতে মসজিদের তালা ভেঙে চোরেরা ভিতরে ঢুকে দান বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে। এছাড়াও মসজিদের বাইরের দান বাক্স ভেঙেও টাকা নিয়ে যায়। এছাড়া মাদরাসা ও কবরস্থানের তালা ভাঙলেও সেখান থেকে কোনো কিছুই চুরি করতে পারেনি। চররূপপুর জিগাতলা উত্তরপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক স্বপন আলী জানান, সোমবার রাতে চোরেরা মসজিদের জানালা ভেঙে ভেতরে ঢুকে চারটি দান বাক্স থেকে টাকা চুরি করেছে। দান বাক্সে কত টাকা ছিল তা আমরা কেউই বলতে পারছি না। তাছাড়া চোর মসজিদের আলমারির তালা ভেঙে ফেললেও দান বাক্সের টাকা ছাড়া অন্যকোনো কিছু চুরি করেনি। ঈশ্বরদীর রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ক্রান্তি কুমার মদক জানান, মসজিদের চুরির ঘটনা জানার পর প্রাথমিক তদন্ত করেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#
Leave a Reply