স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঈশ্বরদীর এতিহ্যবাহী বাঘইল স্কুল এন্ড কলেজের ৭৫তম বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিতব্য পুণঃমিলনী অনুষ্ঠানের প্রাগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে পুণঃমিলনী বাস্তবায়নে গঠিত বিভিন্ন সাব-কমিটির প্রধানদের নিয়ে প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত হয় এ সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,সাবেক বিদ্যালয়ের ৭৭ ব্যাচের ছাত্র ও ক্যানাডিয়ান নাগরিক বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক হাফিজুর রহমান জাহাঙ্গীর। একই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র,সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও বিশিষ্ট রাজনীতিক রওশন আক্তার, বিদ্যালয়ের সাবেক ছাত্র ও জাতীয় সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না,াালাউদ্দিন আহমেদ , মতিয়ার রহমান চান্নু,রফিকুল ইসলাম লিটন, তানভীর রহমান রুবেল, সুকান্ত লিটন ও রাজিবুল ইসলাম লিটন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান জাহাঙ্গীর একটি স্ট্রং কমিটি গঠন পূর্বক করে ভালভাবে ৭৫ বছর পুর্তি উপলক্ষে অনুষ্ঠিতব্য পুণঃমিলনী অনুষ্ঠান বাস্তবায়নের পরামর্শ দিয়ে বলেন, পুণঃ মিলনী করা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তনী ও বর্তমান শিক্ষার্থীসহ সকলের সাথে একটা গভীর যোগ সূত্র তৈরী হয়। এতে অনেক বেনুভোলেন্ট কাজ করা সম্ভব হয়।
Leave a Reply