স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঈশ্বরদীতে ফুটবল খেলায় সৃষ্ট
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কার্যালয়ে
হামলা ও ভাঙচুর করা হয়েছে । রবিবার রাতে ঈশ্বরদীর প্রত্যন্তাঞ্চল সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী বাজারে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (৫ জুন) ৮ জনের নামসহ অজ্ঞাতনামা ১০/১৫ কে আসামি করে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঈশ্বরদী থানায় দাখিলকৃত অভিযোগ সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ও রাজনৈতিক কোন্দলকে কেন্দ্র ধরে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মো. সুজন সরদার, রিজভী, রাব্বি সরদার, শাকিল, রয়েল, আমু সরদার, সোহাগ ও বাক্কু সরদারের নেতৃত্বে ১০/১৫ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র ও আগ্নেয◌়াস্ত্র নিয়ে ভাড়ইমারী বটতলায় আওয়ামী লীগ অফিসে অর্তকিত হামলা করে। এ সময় বাধা প্রদান করলে মো. আরিফুল ইসলামের মাথায় পিস্তল ঠেকিয়ে বাধাপ্রদান ও প্রাণনাশের হুমকি দেয় হামলাকারীরা। হামলার সময় তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও তছনছ করে মাঠিতে ফেলে দেয়।
Leave a Reply