স্টাফ রিপোর্টার।। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্মকর্তাদের আবাসিক এলাকা গ্রীণসীটিকে ঘিরে ঈশ্বরদীর আইকে রোডে অত্যাধুনিক “গ্রীণসীটি সি ফুড স্টেশন” নামের উদ্বোধন আরও একটি চাইনজ রেস্টেুরেন্টের উদ্বোধন করা হয়েছে। নানা রকমের সামদ্রিক মাছের বাহারী রান্নার অঙ্গিকার নিয়ে শুক্রবার রাতে চালু করা “গ্রীণসীটি সি ফুড স্টেশন”এর উদ্বোধন করেন, প্রধান অতিথি পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস । এসময় ঈশ্বরদী থানার ওসি তদন্ত হাদিউল ইসলাম, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না ও সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান,আওয়ামীলীগ নেতা নান্টু বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের দেশী-বিদেশী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্ন পুরনের জন্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন,বাংলাদেশ আজকে রোল মডেল।
ও
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দকে ঘিরে ঈশ্বরদীতে গড়ে উঠা অনেক বিদেশীমানের প্রতিষ্ঠানের মধ্যে এটি হবে অন্যতম ও ব্যতিক্রমী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান দেশী বিদেশীদের সকল চাহিদা প্ররণে সক্ষম হবে বলে বিশ্বাস করি। যদিও আগ থেকেই অধ্যাধুনিক শপিং কমপ্লেক্স মাহফুজ মাট,হেলদি ও রুশ ডাইনসহ অনেকগুলো রেস্টুরেন্ট ও কফি হাউজ চলমান রয়েছে। এর আগে এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী থানার ওসি তদন্ত হাদিউল ইসলাম, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না ও সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান ফিতা কেটে “গ্রীণসীটি সি ফুড উদ্বোধনী দিনেই রাশিয়ান কর্মকর্তাসহ দেশী বিদেশী নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সী ভোজ আগ্রহী ও বিনোদন প্রিয় মানুষের উপস্থিতিতে “সি ফুড স্টেশন” মিলন মেলায় পরিণত হয়। বাঙালি সংস্কৃতির আদলে প্রতিষ্ঠান চত্বরে শিশুদের বিনোদনের জন্য শাম্পান নৌকা,নানা প্রকার ফুলগাছের বাগান আর টংঘর আগতদের আকৃষ্ট করে।
Leave a Reply