স্টাফ রিপোর্টার ঈশ্বরদী।। সারুটিয়া নূরবাজার নক-আউট প্রিমিয়ার ফুটবললীগের ফাইনাল খেলায় সারুটিয়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে খোদাইপুর স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছে।
সোমবার বিকেলে সারুটিয়া বিএস উচ্চ বিদ্যালয় মাঠ ও আসপাশের বিল্ডিংয়ের ছাদে হাজার হাজার দর্শকদের উপচে পড়া ভিড়ে এই খেলা অনুষ্ঠিত হয়। সজীব ওয়াজেদ জয় ইউথ ক্লাব আয়োজিত উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং অংশগ্রহণকারী দু দলের মধ্যে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন, বিশিষ্ট সমাজ সেবক বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় তথ্য ও গবেষনা উপ-কমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক।
সারুটিয়া নূর বাজার বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী মোল্লার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল, যুবলীগনেতা একরামূল হক পুলক সরদার, শরিফুল ইসলাম বিপ্লবসহ অন্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রয়াত ভূমিমন্ত্রীর ছেলে প্রধান অতিথি কনকের করোনা যোদ্ধা হিসেবে আক্রান্তদের পাশে দাড়ানো এবং সাম্প্রতিক সময়ের নানামুখী সামাজিক কর্মকন্ডের কারণে জনগণের কনকের প্রতি ভালোবাসা বেড়েছে বলেই খেলার পাশাপাশি কনক শরীফ কে দেখতে ও কথা শুনতে এই মানুষের ঢল বলে জানিয়েছেন উপস্থিত দর্শকেরা।
Leave a Reply