স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠান আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১১ই মার্চ) সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা এবং মিষ্টি মুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, সহ- সভাপতি ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আশরাফুল আবেদীন, সহ-সভাপতি এডভোকেট হেদায়েতুল হক। আনন্দ টিভির ঈশ্বরদী প্রতিনিধি বায়েজিদ বোস্তামীর সভাপতিত্বে সাপ্তাহিক প্রথম সকাল পত্রিকার সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের ঈশ্বরদী প্রতিনিধি মহিদুল ইসলাম, মাই টিভির ঈশ্বরদী প্রতিনিধি সবুজ মোল্লা, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি ইয়াছিন আলী শেখ, সাংবাদিক মামুনুর রহমান, রাসেল মন্ডল, সৌরভ কুমার দেবনাথ, রাসেল হোসাইন, জাহাঙ্গীর আলম, জলিলুর রহমান সহ অরোগ অনেক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply